মানুষ শুয়ে ঘুমায় আবার অনেক প্রাণী বসে বসেও ঘুমায়। কিন্তু ঘোড়া ঘুমায় দাঁড়িয়ে। কিছুটা অদ্ভূত লাগে এমনটা দেখে বা শুনে, তাই না!
পায়ের বিশেষ ক্ষমতা থাকায় বিনা বিশ্রামেই লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতে পারে ঘোড়া। এ বিশেষ ক্ষমতার জন্য আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতেও পারে তারা। তবে সব সময়ই যে ঘোড়া দাঁড়িয়েই ঘুমায়, এমন নয়। বিশ্রামের জন্য অনেক সময় বসেও ঘুমাতে দেখা যায়।
আসলে ঘোড়ার শরীর ভীষণ ভারী। পিঠের গড়নও সোজা। যার জন্য একবার বসলে, অন্য প্রাণীর তুলনায় তাদের উঠতে কিছুটা বেশি সময়ই লাগে। বসে থাকার সময় যদি কেউ হামলা করে আচমকা, প্রথমে দাঁড়িয়ে এরপর আবার দৌড়ানোর জন্য তখন অনেক সময় প্রয়োজন। দেখা যাবে সে হয়তো ততক্ষণে কুপোকাত। আর এ ভয় থেকেই দাঁড়িয়ে ঘুমায় ঘোড়া।
সবখবর/ আআ