মানিকগঞ্জ: মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশব্যাপী বিএনপি জামায়াতের ধ্বংসাত্নক তান্ডবের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ।
শনিবার বেলা ১২ টার দিকে দলীয় কার্যালয় থেকে নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়কটি প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্তরে সমাবেশ করে।
সমাবেশে জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাশেম আলী, আহবায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম মনি, সুবল সাহা, পৌর যুবলীগ নেতা মশিউর রহমান, শুভ হক প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বিএনপি দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। যুবলীগ তাদের প্রতিহত করতে মাঠে থাকবে।
সবখবর/ নিউজ ডেস্ক