প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পতাকা রক্ষা করা সব বাহিনীর দায়িত্ব। মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক আয়োজিত ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতীয় পতাকা আমাদের লাখো শহীদদের রক্তের বিনিময় অর্জিত। এ পতাকা অর্জনে অন্যান্য বাহিনীর ন্যায় বিমান বাহিনীরও ভূমিকা রয়েছে।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে বিমান বাহিনী যে সাহসিকতার পরিচয় দিয়েছে পুরো জাতি তাদের ত্যাগের কথা মনে রাখবে। জাতির পিতা বিমান বাহিনীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে।
বিমান বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মান মর্যাদা রক্ষায় আপনারা সব সময় সজাগ থাকবেন। করোনা (কোভিড-১৯) সময়ে যেভাবে করোনা রোগীদের দ্রুত ঢাকায় এনে চিকিৎসায় সহযোগিতা করেছেন। আগামীতেও সেভাবে বিমান বাহিনী গণ-মানুষের পাশে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি।
সবখবর/ আআ