মানিকগঞ্জ: কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে দৈনিক সময়ের আলো পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে শহরের ডেভেলপার্স এসোসিয়েশন মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সময়ের আলোর জেলা প্রতিনিধি কামরুদ্দিন রেজা।
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা ডেভেলপার্স এসোসিয়েশনের সভাপতি মাসুদুল কামরুল হক মাসুদ, ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ বশির রেজা প্রমুখ বক্তব্য রাখেন।
সবখবর/ নিউজ ডেস্ক