মেহেদী হাসান মাসুদ, রাজবাড়ী: রাজবাড়ী জেলা কারাগারের হাজতি নান্নু চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা গেছেন।
নিহত হাজতি রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জালদিয়া গ্রামের সামছুদ্দিন চৌধুরীর ছেলে। একটি মাদক মামলায় তিনি বিচারাধীন ছিলেন।
জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ বলেন, নান্নু নামে ওই ব্যক্তিকে ১০ মার্চ কারাগারে পাঠানো হয়। তিনি শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। তাকে দুই দফা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়। একবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া কারাগারে থাকা অবস্থায়ও তিনি কারাগারের অভ্যন্তরীন হাসপাতালে থাকতেন। গতকালও তিনি কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার ভোর পোনে ৪টার দিকে অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ইসিজিসহ নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
তিনি বলেন, নান্নু হার্ট এর্টাক করে মারা গেছেন। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
সবখবর/ নিউজ ডেস্ক