ডেস্ক রিপোর্ট: আজ সাংবাদিক আবুল কালাম বিশ্বাসের ৩য় মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারী তিনি মৃত্যু বরণ করেন। তিনি দৈনিক সংবাদ, দৈনিক দিনকাল, দৈনিক জনতা পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক জনকন্ঠ পত্রিকায় কিছুদিন আরিচা সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।
এছাড়া তিনি সুরুয খান সম্পাদিত সাপ্তাহিক কড়চার ভারপ্রাপ্ত সম্পাদক এবং প্রয়াত সংসদ সদস্য এ এম সায়েদুর রহমান সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা ’মুক্তির বাহন’সহ বেশ কয়েকটি জাতীয় সাপ্তাহিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও কাজ করেছেন।
মানিকগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মাত্র ৪৩ বছর বয়সে ৩ বছরের শিশুপুত্র, স্কুল পড়ুয়া দুটি কণ্যা ও স্ত্রী রেখে বড় অসময়ে চলে গেলেন।
মানিকগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে একাধিকবার নির্বাচনে অংশ নিয়েছিলেন। ইচ্ছে ছিল মানব সেবায় নিজেকে নিয়োজিত করবেন। কিন্তু তাঁর সেই ইচ্ছে পুরণ হয়নি। তবে, কুড়িয়েছিলেন মানুষের ভালবাসা। পরিচিতজনরা আজও প্রায় প্রতিদিনই তাঁর খোঁজ নেয়।
মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে এসএসসি পাশ করে পড়ালেখা করেছেন সরকারী দেবেন্দ্র কলেজে।
সবখবর/ নিউজ ডেস্ক