মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী খোরশেদ আলম ভুঁইয়া জয়ের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, তার জামানতের এই টাকা নিয়ম অনুয়ারি সরকারি কোষাগারে চলে যাবে। তিনি ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত প্রসঙ্গে বলেন, নির্বাচনি আইনে কোনও প্রার্থী যদি কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগের কম ভোট পান তাহলে জামানত বাজেয়াপ্ত হবে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সিংগাইর পৌর নির্বাচনে মোট ভোট কাস্টিং হয়েছে ১৬ হাজার ৫৫ ভোট। আর জয় পেয়েছেন এক হাজার ৭১৯ ভোট। নূন্যতম ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন।
নৌকা প্রতীকের প্রার্থী আবু নাঈম মোহাম্মদ বাসার ১৪ হাজার ৩২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সবখবর/ নিউজ ডেস্ক