স্ট্যাফ রিপোর্টার: মানিকগঞ্জের হরিরামপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে হরিরামপুর এস এম ক্লাব সাকুরিয়া মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুইদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট উপকমিটির সদস্য সচিব রিপন শিকদার ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাধারণ সম্পাদক আবুল বাশার সবুজ।
এতে হরিরামপুুর বন্ধু একাদশ ও ঝিটকা তপু ক্রিকেট একাডেমী প্রতিযোগিতা করে। ঝিটকা তপু ক্রিকেট একাদশ হরিরামপুর বন্ধু একাদশকে ৩ উইকেটে পরাজিত করে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ট্রফি প্রদান করা হয়।
সবখবর/ রাশেদ