অনেকদিন পর সিনেমার জন্য জমকালো গানে অংশ নিলেন পূর্ণিমা। গানটিকে বলা হচ্ছে গাঙচিল সিনেমার আইটেম নাম্বার। সে যেমন গানই হোক; গানটির সঙ্গে শিল্পীদের পরিবেশনায় মঞ্চ যেন কেঁপে উঠল।
মঞ্চে পূর্ণিমার সঙ্গে আরও ছিলেন অভিনেতা তারিক আনাম খান ও রাশেদ অপু। সুরের তালে এক পর্যায়ে তো তারিক আনাম খানকে গলায় গামছা দিয়ে নাচিয়েছেন পূর্ণিমা! পুরো গান প্রকাশ হলে হয়ত আরও অনেক চমক দেখা যাবে।
গানের কথাতেও রয়েছে প্রচণ্ড মাদকতা। সিনেমার পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল জানান, ‘রূপে আমার আগুন জ্বলে’ গানটির প্রথম চার লাইন ব্যবহার করা হয়েছে মূল গানটিতে। এটা লিখেছেন কবীর বকুল; সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু।
এফডিসিতে গানের দৃশ্যধারণ হয়েছে ৮, ৯ ও ১০ জানুয়ারি। বাকি রয়েছে আরও দুটি গানের দৃশ্যধারণ। তাহলেই শেষ হবে সিনেমা কাজ। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে তা চূড়ান্ত করে বলতে পারেননি পরিচালক।
সবখবর/ আআ