বিনোদন ডেস্ক : জ্বিনে ধরা নিয়ে সবসময় হাসি-ঠাট্টা করেন গ্রামের সুন্দরী তরুণী কাজল। একদিন সত্যি সত্যি তাকেই জ্বিনে ধরে। নানাভাবে তার কাছ থেকে জ্বিন তাড়ানোর চেষ্টা চালানো হয়।
সহিদ উন নবী পরিচালিত ওয়েব ফিল্ম সন্ধ্যা তারা। রচনা করেছেন মারুফ রেহমান। জ্বিনে ধরা কাজলের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আইরিন আফরোজ।
আইরিন আফরোজ বলেন, এই ধরনের চরিত্রে এবারই প্রথম কাজ করলাম। সাধারণত গ্রামকেন্দ্রীক চরিত্রগুলো আমার খুব কম করা হয়। যার কারণে কাজল চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। এতে অভিনয় করেতে গিয়ে উদ্ভূত কিছু কাণ্ড ঘটিয়েছি! যা দর্শকদের বেশ বিনোদন দেবে।
সন্ধ্যা তারায় আইরিন আফরোজ ছাড়া আরও অভিনয় করেছেন এহসান, ইতি, রেশমিসহ অনেকে। খুব শিগগির এটি একটি মুঠোফোন সেবাদানকারি প্রতিষ্ঠানের অনলাইনে প্ল্যাটফর্মে প্রকাশ পাবে।
সবখবর/ আওয়াল