আশুলিয়া : শুক্রবার গভীর রাতে সাভারের আশুলিয়ায় বাজার এলাকার একটি টিনশেড মার্কেটে আগুন লেগে ১২টি দোকান পুড়ে ছাই। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের জুনিয়র স্টেশন অফিসার অহিদুল ইসলাম বলেন, গভীর রাতে আশুলিয়ার ওই মার্কেটে
আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।