ক্রীড়া ডেস্ক : প্রথম শ্রেণির ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়। এরই ধারাবাহিকতায় জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৯০ রান করেছে খুলনা বিভাগ। কক্সবাজারের এ ম্যাচে অবশ্য সেঞ্চুরির পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন বিজয়।
শনিবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক আব্দুর রাজ্জাক। তবে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ১৬ রানে ওপেনার রবিউল ইসলাম রবি ও মেহেদি হাসান সুমন খানের একই ওভারে ফেরত যান।
কিন্ত তৃতীয় উইকেট জুটিতে ১৬৬ রান তোলেন বিজয় ও তুষার ইমরান। তুষার ৫৫ রানে ফিরে গেলেন। সেঞ্চুরি তুলে নেন বিজয়। ২৪০ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় ১১২ করে মাঠ ছাড়েন তিনি। দলের হয়ে এছাড়া ৪৫ রান আসে মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে।
ঢাকার বোলারদের মধ্যে সুমন ও তাইবুর রহমান দুটি করে উইকেট পান। আর সালাউদ্দিন সাকিল ও জুবায়ের হোসেন একটি করে উইকেট দখল করেন।
এদিকে বরিশাল বিভাগ-ঢাকা মেট্রো ও চট্টগ্রাম বিভাগ-সিলেট বিভাগের মধ্যে তৃতীয় রাউন্ডের প্রথম রাউন্ডের প্রথম দিন বাজে আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়েছে।