বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার মহামারী করোনায় আক্রান্ত হলেন। নিজেই রোববার সকালে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানালেন এই বর্ষীয়ান অভিনেতা।
টুইটে তিনি লেখেন, (৪ এপ্রিল) সকালে আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। প্রয়োজনীয় মেডিকেল ডাক্তারের পরামর্শের অধীনে রয়েছি। আপতত হোম কোয়ারেন্টাইনে আছি।
গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের সকলকেই করোনা পরীক্ষা করিয়ে নেয়ার অনুরোধ করেছেন তিনি। অভিনেতা বলেন, আমি আশাবাদী দ্রুত কাজে ফিরব।
গত ৩০ মার্চ থেকে মুম্বাইয়ে সিনেমাটির শ্যুটিং শুরু হয়। আর এই সময় যে হারে সেখানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা খুবই ভয়াবহ। এমনই মুহূর্তে বলিউডের আপাত দৃষ্টিতে সবচেয়ে ফিট অভিনেতা অক্ষয় কুমার। তাঁকেও আক্রান্ত করল করোনা।
উল্লেখ্য, মুম্বাইয়ে যে ছবির শুটিং চলছিল, তাতে অভিনয়ে করছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ ও নুসরাত ভারুচাসহ অনেকে। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন আলিয়া ভাট, কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমানের মতো বলিউড তারকারা।
সবখবর/ রা.চৌ