বিনোদন ডেস্ক: এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলি পাড়ার ড্যাশিং দেব। দেবের ইনস্টাগ্রাম, টুইটার অ্যাকাউন্ট সে কথাই জানান দিচ্ছে। আর দেব নিজের মুখেও স্বীকার করেছেন খুব শীঘ্রই বিয়ে করছেন তিনি।
লাল রঙের বিয়ের কার্ড। উপরে হলুদ রঙে লেখা রয়েছে শুভ বিবাহ। সোশ্যাল অ্যাকাউন্টে সেই কার্ড শেয়ার করে দেব লিখেছেন, “কেউ ফাঁস করার আগে জানিয়ে রাখলাম। আপনাদের সবার আশীর্বাদ প্রয়োজন”।
এরপরই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা। পাত্রী কি তবে রুক্মিণী? এমনিতেই তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে বেশ কয়েক বছর ধরেই শোনা যায় নানা ধরনের গুঞ্জন। নিজেরা যদিও বারেবারেই ‘নিছক ভালবন্ধু’ বলে ব্যাপারটা এড়িয়ে যান।
সবখবর/ আআ