মোস্তাক আহম্মেদ, সিংগাইর: রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক কর্তৃক ওষুধ কোম্পানীর কতিপয় প্রতিনিধিকে লাঞ্চিত ও হেনস্থার প্রতিবাদে ওই পরিচালকের বিচারের দাবীতে সারাদেশের ন্যায় সিংগাইরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা গেইটের সামনে এ কর্মসূচীর আয়োজন করে সিংগাইর উপজেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)।
এ সময় সংগঠনটির সভাপতি ও মেডিকন ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে বিকন ফার্মার প্রতিনিধি মো. মিলন হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক ও নিপা ফার্মার এরিয়া ম্যানেজার তারেক মাহমুদ, নাভানার অহিদুল ইসলাম, হেলথ কেয়ারের হুমায়ুন কবীর ও দি একমি’র আলমগীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন- রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকসহ জড়িতদের তীব্র নিন্দা জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে জনসম্মুখে ক্ষমা প্রার্থনা ও অপসারনের জোর দাবী জানান সরকারের প্রতি। অন্যথায় শান্তিপূর্নভাবে কঠোর আন্দোলনের কথাও বলেন সংগঠনটির নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে কর্মসূচী সমাপ্তি ঘোষনা করা হয়।
আআ