মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয় করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার রাত পৌনে ৮টার দিকে সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংসদ দুর্জয় জানান, গত সপ্তাহ থেকে করোনার উপসর্গ থাকায় শুক্রবার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে তার। তারপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকার বাসায় চিকিৎসা নিচ্ছেন। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
আআ