আমি সবসময় ঢাকায় ঈদ করি। এবারো ঢাকায় ঈদ করেছি। পরিবারে সবার সঙ্গে ঈদের সময় কাটিয়েছি। এর চেয়ে স্পেশাল কিছু হয় না। একবার কলকাতায় ঈদ করতে গিয়ে কেঁদেছিলাম- মিষ্টি পোলাও আর মাটন খেয়ে। আমি আর ওই ঈদটা নিতে পারব না বলে জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
অভিনয় গুণে অনেক আগেই দর্শক, সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। ঢাকা-কলকাতা দু’জায়গাতেই তিনি সমান সফল। সমাজ-সচেতন হিসেবেও জয়ার আলাদা পরিচয় রয়েছে। গত জানুয়ারি থেকে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত এই চিত্রনায়িকা। বিভিন্ন উন্নয়নমূলক কাজে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করে জয়া ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন।
২০০৪ সালে মুক্তি পায় জয়া অভিনীত প্রথম সিনেমা ‘ব্যাচেলর’। এছাড়াও তিনি ‘গেরিলা’ চলচ্চিত্রে বিলকিস বানুর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। এরপর এই নায়িকার ‘চোরাবালি’ও প্রশংসিত হয়। টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এদিকে টানা তৃতীয়বারের মতো ফিল্ম ফেয়ার পুরস্কার উঠেছে জয়ার ঘরে।
আ/লি