টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে গলায় উড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার সোনালিয়া গ্রামে তার নিজ বাড়ির পাশে কাঁঠাল গাছ থেকে এই মরদেহ উদ্ধার করে বাঁশতৈল ফাঁড়ি পুলিশ।
নিহত স্কুল ছাত্রী ওই গ্রামের আব্দুর রহিমের মেয়ে স্বপ্না আক্তার (১২) । সে গায়রাবেতিল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
নিহত ছাত্রীর পরিবার জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমোতে যায় ওই স্কুল ছাত্রী। কিন্তু সকাল বেলা তার ফুফু তাকে কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার ডাক-চিৎকারে বাড়ির লোকজন ও স্থানীয়রা এগিয়ে এসে ওই ছাত্রীকে গাছ থেকে নামালে মৃত অবস্থায় পায়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ এস.আই মো. মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।পরে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।