আতিকুর রহমান আজাদ, কালকিনি (মাদারীপুর):‘মাদকদ্রব্য রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে মাদক বিরোধী র্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ড. আবদুস সোবহান গোলাপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা বেগম, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা আবদুল জলিল, নারী ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বিথী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা ও ডাসার থানার ওসি আব্দুল ওহাব প্রমুখ।