মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার বেংরই গ্রামকে কালিগঙ্গা নদীর ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী।
শুক্রবার সকালে কালিগঙ্গা নদীর পাড়ে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেয় নদী ভাঙনের স্বীকার শত শত মানুষ।
স্থানীয়রা বলেন, প্রতিবছরই ভাঙনের কবলে বসতবাড়ি, মসজিদ-মাদরাসা ও হাটবাজারসহ ফসলী জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। নদী ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দৃষ্টি কামনা করেছেন তারা।
জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, তিনি ওই ভাঙন কবলিত এলাকা পরিদর্শণ করেছেন এবং পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছেন ভাঙনরোধে ব্যবস্থা নিতে।