কুমিল্লা বিশ্ববিদ্যালয় : শীতকালীন ছুটি শেষে রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) খুলছে।
বিশ্ববিদ্যালয় বর্ষপঞ্জি সূত্রে, শীতকালীন অবকাশ ও যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ২২ ডিসেম্বর রোববার থেকে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল।
২৭ ও ২৮ ডিসেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২৯ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে যথারীতি অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। এদিকে ছুটি শেষে দেশের বিভিন্ন জেলা থেকে ক্যাম্পাসে ফিরছে শিক্ষার্থীরা।