মানিকগঞ্জ : আগামীকাল সোমবার পালিত হবে দীপ্ত টিভির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী।
সোমবার সকাল ১১ টায় ঐতিহ্যবাহী মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটি পালন করা হবে বলে জানিয়েছেন দীপ্ত টিভির মানিকগঞ্জ প্রতিনিধি জাহিদুল হক চন্দন।
দীপ্ত টিভি বাংলাদেশের একটি বেসরকারি বিনোদনমূলক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। ১৮ নভেম্বর ২০১৫ থেকে চ্যানেলটি আনুষ্ঠানিকভাবে এর সম্প্রচার কার্যক্রম শুরু করে। এর সদরদপ্তর ঢাকার তেজগাঁওে অবস্থিত। চ্যানেলটি একবছরের মধ্যেই দর্শক জনপ্রিয়তা পায়। দীপ্ত টিভি ২০১৫-র ১৮ নভেম্বর থেকে সুলতান সুলেমান ধারাবাহিকটি বাংলা ভাষায় সম্প্রচার শুরু করে।