মানিকগঞ্জ : আধুনিক বাংলা গানের কিংবদন্তী শিল্পী প্রয়াত মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, সতীনাথ ও গীতা দত্ত স্মরণে সোমবার রাতে মানিকগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস)।
সাবিস মিলনায়তনে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সাবিসের সঙ্গীত বিভাগের প্রধান নাসরিন আহমেদ কহিনুর, ছায়ানটের শিক্ষক রাসেল মিয়া, বাউল শিল্পী শাহ সেলিম রেজা, শাহীন খান, এমিলি পারভীন, সায়মা আজাদ, কাজল মনি, সুমন বাবু, দীন মোহাম্মদ নওশাদ। তবলায় সহযোগিতা করেন স্যামসন সরকার ও অসীম দাশ।
এর আগে, প্রয়াত শিল্পীদের স্মরণে আলোচনা করেন সংগঠনটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তুষার কান্তি সরকার তপু, সাবেক সহ-সভাপতি বিকাশ মন্ডল, যুগ্ম সম্পাদক সুকুমার গুপ্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম এ রহমান অভি, কোষাধ্যক্ষ কামাল আহমেদ কমল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রোজিনা মাহমুদ ও দেলোয়ার হোসেন।