কিশোরগঞ্জ: কমিটির বিরোধকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার দুপুরে পাকুন্দিয়া বাজারে নবগঠিত পৌর বিএনপির কমিটির বিরোধিতা করে একটি গ্রুপ মিছিল বের করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর এস এম মিনহাজ উদ্দিনকে আহ্বায়ক ও শরীফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট পাকুন্দিয়া পৌর বিএনপির কমিটি অনুমোদন দেয় জেলা বিএনপি। এ কমিটির বিরোধিতা করে শনিবার (২৬ অক্টোবর) দুপুরে পাকুন্দিয়া বাজারে মিছিল বের করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, ফজলুল হক ও সবুজ শিকদারের নেতৃত্বাধীন একটি গ্রুপ। তারা এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি বাজারের পাট মহাল মোড়ে গেলে নবগঠিত কমিটির আহ্বায়ক মিনহাজ উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলামের নেতৃত্বাধীন গ্রুপটি মিছিলে হামলা চালায়। এতে দু’পক্ষের মধ্যে আধা ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।
আহতরা হলেন- ফজলুল হক, মাহমুদুজ্জামান রিপন, আলম, মানিক ও মিনহাজসহ ১৫ জন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।