কুমিল্লা বিশ্ববিদ্যালয় : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’র আয়োজনে পালিত হয়েছে ‘নবান্ন উৎসব ১৪২৬’। এ উপলক্ষে পিঠা উৎসব, নবান্ন মেলা, ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে বাঙ্গালি ঐতিহ্যের এই উৎসবটি পালিত হয়।
নবান্ন উৎসব উপক্ষে আয়োজিত প্রতিবর্তনের সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের। এসময় প্রতিবর্তনের উপদেষ্টাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উৎসবটি উপলক্ষে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে ক্যাম্পাসের হস্তশিল্পের মেলা বসে। যেখানে শিক্ষার্থীদের পরিচালিত আয়নাঘর, ফিট এন্ড স্যুট, অঙ্গনা, জাহান্স, বিউটি হেভেন, অনিন্দিতা প্রভৃতি প্রতিষ্ঠান এর স্টল বসে।
বিকেলে প্রতিবর্তনের শিল্পীদের পরিবেশনায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শুরু হয় নবান্নের সাংস্কৃতিক উৎসব। এসময় প্রতিবর্তন সংগীত, নাচ, গান, কবিতায় মুখরিত করে তোলে সবাইকে।