ঢাকা : মঙ্গলবার কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় আনা নয় হাজার দুইশ‘ত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-১) সদস্যরা। আটকরা হলেন-হুমায়ুন কবির ওরফে রোমান (৩৯) ও বিল্লাল হোসেন (৩৮)।
রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাদেরকে আটকের বিষয়টি জানান, র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার বিন
কাশেম।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর কাকরাইল থেকে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের ওই দুই সদস্যকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নয় হাজার ২০০ পিস ইয়াবা, একটি ল্যাপটপ, নগদ ৫২ হাজার ৫০০ টাকা ও চারটি মোবাইলফোনসহ
মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
তিনি আরোও জানান, চক্রটি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ইয়াবা নিয়ে আসে। পরে ইয়াবার চালানগুলো বিশেষ কৌশলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাজধানীসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল।
চক্রের অন্যতম সদস্য কক্সবাজার জেলার এক মাদক ব্যবসায়ী। তিনি অবৈধভাবে ইয়াবার চালান দেশে নিয়ে এসে হুমায়ুন কবির ও বিল্লালের মাধ্যমে রাজধানীসহ বিভিন্ন এলাকায় পৌঁছে দিতেন। আটকদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।