মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব সার ও বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) নুরে আলম সিদ্দিকী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দিন মাহমুদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল লতিফ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী এবং জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সদর উপজেলার গড়পাড়া, জাগীর, দিঘী, নবগ্রাম ও কৃষ্ণপুর ইউনিয়নের এক হাজার কৃষককে সরিষা এবং এক হাজার ২০০ কৃষকের মাঝে ভূট্টার বীজ বিতরণ করা হয়। এছাড়া এসব কৃষকের প্রত্যেককে ৩০ কেজি করে সার বিতরণ করা হয়।