আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানপুরে গঙ্গার ঘাটে পা পিছলে পড়ে গেলেন। তাকে তুলে ধরতে তখনই ছুটে যান নিরাপত্তারক্ষীরা। নমামি গঙ্গে প্রকল্পের কাজ দেখভাল করতেই কানপুরে গিয়েছেন প্রধানমন্ত্রী।
শনিবার সকালেই কানপুরে পৌঁছান প্রধানমন্ত্রী। চাকেরি বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানকার চন্দ্রশেখর আজাদ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।
তারপরেই প্রধানমন্ত্রীর কর্মসূচি ছিল গঙ্গা নদী কাউন্সিলের একটি জরুরি বৈঠক। গঙ্গা শোধনের কাজ পরিকল্পনামাফিক হচ্ছে কি না, তা খতিয়ে দেখাই ছিল সেই বৈঠকের উদ্দেশ্য।
বৈঠক শেষে স্পিডবোটে চড়ে তিনি কাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ‘অটল ঘাট’-এর সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান মোদি।