রাজশাহী: গলায় ফাঁস দিয়ে রাজশাহীর তানোরে ফারহানা তিথি (১৮) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন। রোববার সকালে উপজেলার সাদিপুর পশ্চিমপাড়ায় মেয়ের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নববধূ উপজেলার সাদিপুর পশ্চিমপাড়া গ্রামের টিটু মণ্ডলের মেয়ে। তার স্বামী ফাইম ইসলাম (২৮) জেলার পবা উপজেলার দামকুড়া গ্রামের নজিবর রহমানের ছেলে।
জানা গেছে, দেড় মাস পূর্বে জেলার পবা উপজেলার দামকুড়া এলাকার নজিবর রহমানের ছেলে ফাইম ইসলামের সঙ্গে তিথির বিয়ে হয়। মৃত তিথি ও বর ফাইম আপন মামাতো-ফুফাতো ভাইবোন ছিল। গত এক সপ্তাহ আগে স্বামীর বাড়ি থেকে মায়ের বাড়ি তানোরের সাদিপুরে বেড়াতে এসেছিল তিথি।
স্থানীয়রা জানান, তিথি গলায় ওড়না পেঁচিয়ে সাদিপুরে বাবাব বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ তিথির লাশ উদ্ধার করে।
তানোর থানার দায়িত্বরত পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।