ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চট্টগ্রাম-৮ আসনে অবাধ, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে, জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা বেড়েছে। চট্টগ্রামের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকায় নৌকার প্রার্থীর বিজয় সহজ হয়েছে।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনের উপ-নির্বাচনে জয়ী সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বৃহস্পতিবার দুপুরে গণভবনে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত সাংসদ। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগ নেতা শাহজাদা মহিউদ্দিন, বলরাম পোদ্দার, বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি প্রমুখ।
জাসদ নেতা মইনউদ্দীন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া ওই আসনটিতে গত সোমবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন আওয়ামীলীগের প্রার্থী মোছলেম উদ্দিন।