আবুল কালাম বেপারী, ঘিওর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের তেরশ্রী গণহত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে ১৯৭১ সনে ৪৩ জন শহীদদের স্মরণে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এর পর স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে প্রামান্য চিত্র প্রর্দশন করা হয়।
তেরশ্রী গনহত্যা স্মৃতি পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের সভাপতিত্বে শহীদদের স্মরণে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য অ্যাডঃ আজহারুল ইসলাম আরজু, জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক বিএসসি, জেলা জাসদের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ মমিন উদ্দিন খান, মুক্তিযোদ্ধা টাইগার লোকমান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব প্রমূখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২২ নভেম্বর তেরশ্রী গ্রামের তৎকালীন জমিদার সিদ্ধেশ^রী প্রসাদ রায় চৌধুরী ও তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩জন গ্রামবাসীকে এদেশীয় দোসরদের সহায়তায় পাকবাহিনী হত্যা করে। আজও ওই হত্যাকান্ডের বিচার পায়নি স্বজননা।