রামপ্রসাদ সরকার দীপু, স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের ঘিওরে অসহায়, দু:স্থ নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে এডিপি প্রকল্পের উদ্যোগে ১৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমান।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইসতিয়াক আহম্মেদ শামীমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রকৌশলী মোঃ সাজ্জাকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হক স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।