ঘিওর প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের উদ্যোগে শনিবার দুপুরে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব মেনে ঘিওর উপজেলা জাসদের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শহীদ আ ক.ম. মোজাম্মেল হক মোজাবের ২৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের মধ্যে ছিল কালো ব্যাজ ধারন, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভা। সকালে শোক র্যালিটি গোলাপনগর গ্রামে মোজাবের কবর জিয়ারত করেন। পরে এলিভেন ব্রাদার্স প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন হয়েছে।
উপজেলা জাসদের সভাপতি শাসছুল আলম খানের সভাপতিত্বে ও ঘিওর উপজেলা জাসদের সাধারন সম্পাদক মোঃ ইয়াসিন আরাফাত ময়নার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা জাসদের সাধারন সম্পাদক আসলাম খান বাবু, জেলা জাসদ নেতা ও ঘিওর এলিভেন ব্রাদার্সের সাধারন সম্পাদক মোতালেব হোসেন জিকু, সিংজুরি ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল রহমান, বড়টিয়া ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, ঘিওর সদর ইউনিয়নের সভাপতি শাহজাহান প্রমুখ। শেষে গনভোজের ভোজের আয়োজন করা হয়।
সবখবর/ আআ