মানিকগঞ্জের ঘিওর- টাঙ্গাইল আঞ্চলিক মহসড়কের শ্রীধরনগর এলাকায় আব্দুর রউফ (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো দুইজন।
নিহত রউফ ঘিওর ডি এন হাই স্কুলের ১০ শ্রেনীর ছাত্র ছিল।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার সময় কোচিং সেড়ে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিল আব্দুর রউফসহ তিনজন। একটি প্রাইভেটকারকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পরে যায়। এতে মারাত্মক আহত হয় ১০ শ্রেণির ছাত্র আব্দুর রউফ ও তার দুই বন্ধু ১০ম শ্রেণির ছাত্র বাবুল মিয়া (১৬) এবং মোঃ রাতুল ইসলাম (১৭)।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঘিওর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আহত আব্দুর রউফকে মৃত ঘোষনা করেন। আহত অপর দুই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হযেছে।