মোঃ আবুল কালাম বেপারী, ঘিওর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের ঘিওর উপজেলা আওয়ামীলী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ দুপুরে দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, বর্নাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভা। ঘিওর বাসষ্ট্যান্ড থেকে বর্নাঢ্য শোভা যাত্রাটি বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি মোঃ বাবুল বেপারীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ মাহাবুবুর রহমান জনি, জেলা যুবলীগের নেতা মোঃ মনিরুল ইসলাম মনি, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আসাদুর রহমান মিঠু, মোঃ তালাৎপাশা সবুজ, যুগ্ন সম্পাদক মোঃ ইফতে আরিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জল বেপারী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক মোঃ শরীফুল ইসলাম শরীফ।
সবখবর/ আওয়াল