মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈকুন্ঠপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন মানিকগঞ্জ ১ আসনের সাংসদ এএম নাঈমুর রহমান দূর্জয়।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ১১ নং বৈকুন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সামিট কমিউনিকেশন পরিবারের পক্ষ থেকে ১ হাজার পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
ঘিওর উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন-জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নীনা রহমান, বিশিষ্ট সমাজ সেবক এএম নুরুর রহমান দুর্বার, সামিট কমিউনিকেশনের প্রতিনিধি এনায়েত কবির, স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুর রহমান মিঠু প্রমুখ।
সবখবর/ আআ