চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাটে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অমর ফারুক নামে একজনের পরিচয় জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকালে পটিয়ার শান্তিরহাট এলাকায় চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত আরও চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আহদেরও নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।