চট্টগ্রাম : সোমবার বেলা ১১টায় আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আখতারুজ্জামান খান (৩২) নামের এক যাত্রীর চার্জার লাইটের ভেতর থেকে আট কেজি ২০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। যার আনুমানিক বাজারমূল্য চার কোটি টাকা।
বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম জানান, ফটিকছড়ির আখতারুজ্জামান খান নামের ওই যাত্রীর আনা চার্জার লাইটের ব্যাটারি রাখার জায়গায় স্বর্ণের বারগুলো লুকানো ছিল।
তিনি আরোও জানান, বিমান অবতরণের পর ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করলে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।
সবখবর/ আওয়াল