লাইফস্টাইল ডেস্ক : শীতে নিয়মিত চর্চার অভাবে ত্বক ও চুলের অনেক সমস্যার সমাধান করতে পারে ক্যাস্টর অয়েল।
চুলের কোন কোন সমস্যায় ব্যবহার করবে ক্যাস্টর অয়েল- চুল রুক্ষ হয়ে গেলে, ডগা ফাটা, চুল উঠে যাওয়ার মতো সমস্যা হলে চুলের ঔজ্জ্বল্য রাখতে শ্যাম্পু করার আগে মাখুন ক্যাস্টর অয়েল।
ক্যাস্টর অয়েলে ওমেগা ৬ ও ফ্যাটি অ্যাসিড থাকে। এতে চুলের বৃদ্ধি হয়। চুলের ফলিকল নষ্ট হয়ে গেলে তা ঠিক করতেও ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন।
চুল পাকতে শুরু করলে ব্যবহার করতে পারেন ক্যাস্টর অয়েল। পাকা চুল দেখলেই নিয়ম করে ক্যাস্টর অয়েল লাগান। এটি চুলের রঙ ধরে রাখে। ক্যাস্টর অয়েল রাতে মেখে পরের দিন শ্যাম্পু করে নিন।
সবখবর/ আওয়াল