বিনোদন ডেস্ক: মা হওয়ার পর একজন অভিনেত্রীকে বিশেষ চরিত্রের ছকে আটকে ফেলা হয়। বলিউডের এই ট্রেন্ডের বিরুদ্ধে মুখ খুললেন রানি। পুরো ব্যাপারটাই অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মত তাঁর। স্টিরিওটাইপ চরিত্রে অভিনয় করা তাঁর কখনওই পছন্দ নয়, সেই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন বি-টাউনের এই বঙ্গতনয়া।
বিয়ের পর নায়িকার আসনচ্যুত হয়েছেন বা টিনসেল টাউনকে বাই বাই বলতে হয়েছে এমন নজির ভূরি ভূরি। প্রথাগত এই ধারণা ভাঙার পক্ষেই সওয়াল করেছেন রানি। তিনি নিজেও ব্যক্তিজীবন দিয়ে ব্যতিক্রমী উদাহরণ রেখেছেন হিন্দি ছবির দর্শকদের সামনে। প্রথমে প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ে।
এই সময় ইন্ডাস্ট্রি থেকে সরে দাঁড়িয়েছিলেন রানি। দীর্ঘ বিরতির পর ‘হিচকি’ ছবিতে নয়না মাথুরের চরিত্রের মাধ্যমে রুপোলি দুনিয়ায় কামব্যাক করেন তিনি। ছবিটি বক্স অফিসে যেমন সাফল্য লাভ করে, তেমনই সমালোচকদেরও প্রশংসা কুড়ায়। এরপর তাঁর ছবি ‘মর্দানি ২’ও ব্যাপক হিট করে। এখানেও বাজিমাত করেন রিল লাইফের শিবানী শিবাজি রায়।