মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা মাত্র তিন দিন আগেই সরকারি ভাবে নতুন বই পেয়েছে।
শনিবার ওই সব শিক্ষার্থীরা সবাই পেলো খাতা, কলম, স্কেল ও টিফিনের জন্য বিস্কুটের প্যাকেট।
ইউনাইটেড ফেন্ডস এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের শিক্ষা উপকরন তুলে দেওয়া হয়। এই সব শিক্ষা উপকরন পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে।
শিক্ষা উপকরন বিতরনকালে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সহসভাপতি আহম্মেদ সাব্বির সোহেল, তিল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, ইউনাইটেড ফেন্ডস এ্যাসোসিয়েশনের পরিচালন মাহাবুবুল হক সুমন, সংগঠনের সদস্য রফিকুল ইসলাম, উৎসহ হোসেন পাঠান, সুজন মিয়া, মোঃ হাসিফ, হাফিজুর রহমান, সাকিল রহমান, নাজিরুল ইসলাম প্রমূখ।