আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বে অবস্থিত গোমা শহরে। রবিবার ওই শহরের ঘন জনবসতিপূর্ণ এলাকা ভেঙে পড়ে একটি যাত্রীবাহী বিমান।
জানা গিয়েছে, ওই বিমানে ১৭ জন যাত্রী, চালক এবং দুজন ক্রু-সহ অন্তত ২৩ জন ছিলেন। অনুমান করা হচ্ছে, এই দুর্ঘটনায় এদের কেউই আর বেঁচে নেই।
যাত্রী-সহ গোমা শহরের জনবসতিপূর্ণ এলাকায় বাড়ির ছাদের উপর ভেঙে পড়ে বিমানটি। এখনও পর্যন্ত অন্তত এই দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার সকালে গোমা বিমানবন্দর থেকে উত্তরে বেনির উদ্দেশে ১৭ জন যাত্রী নিয়ে রওনা দেয় ডর্নিয়ার ২২৮ বিমানটি। উড়ানের মিনিট কয়েকের মধ্যেই জনবসতিপূর্ণ এলাকায় একটি বাড়ির ছাদের উপর ভেঙে পড়ে বিমানটি। যে বাড়ির ছাদের উপর বিমানটি ভেঙে পড়েছে, সেখানে চার জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়।
উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই কেন বিমানটি এ ভাবে ভেঙে পড়ল, তার সঠিক কারন এখনও জানা যায়নি। চলছে উদ্ধার কাজ। এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
সবখবর/ আআ