আশিকুর রহমান, টাঙ্গাইল : নতুন সড়ক পরিবহণ আইন বাস্তবায়নে জরিমনা আদায়ের ক্ষেত্রে পুলিশ সদস্যরা অপরাধে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেয়া হবে।
বিকালে টাঙ্গাইলে ই-ট্রাফিকিং সিস্টেম উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এ কথা বলেন।
তিনি আরোও বলেন, জরিমানা আদায় সরকারের লক্ষ্য নয়।আইনের প্রতি শ্রদ্ধাশীল করাই মূল লক্ষ্য।
টাঙ্গাইলে জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইল আসনের সংসদ সদস্য ছোট মনির, টাঙ্গাইল- ৪ আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ ও জেলা উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি এবং কমিউনিটি পুলিশের প্রতিনিধিগণ।
সবখবর/ আওয়াল