বিনোদন ডেস্ক: দঙ্গল খ্যাত কাশ্মীরি অভিনেত্রী জায়রা ওয়াসিম। বলিউড অভিষেকেই সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। এরপর আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জায়রা বলিউডকে বিদায় জানিয়ে দেন। এবার তার সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির বিচার পেয়ে আলোচনায় তিনি।
গালফ নিউজের প্রতিবেদনে জানা যায়, ২০১৭ সালে বিমানের বিজনেস ক্লাসে পাশের সিটে বসে বলিউড তারকা জাইরা ওয়াসিমকে যৌন নিপীড়নকারী ব্যক্তির ৩ বছরের সাজা হয়েছে। এই শাস্তি কার্যকর করেছে স্পেশাল প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস কোর্ট (পিওসিএসও)। যৌন হয়রানির শিকার হওয়ার সময় জায়রার বয়স ছিল ১৭ বছর।
বিকাশ সাচদেব নামের ওই ব্যক্তি পেশায় ব্যবসায়ী। দুই বছরের বেশি সময় ধরে চলে এই মামলা। জাইরা ওয়াসিমকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে।