শাকিল খান, হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রী কলেজের চারতলা বিশিষ্ট আইসিটি ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটি উদ্বোধন করেন মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য এমপি মমতাজ বেগম।
এসময় এমপি মমতাজ বেগম বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কোন অপশক্তি উন্নয়ন অগ্রযাত্রাকে রুখতে পারবে না। বর্তমান সরকার জনগনকে সাথে নিয়ে উন্নয়নে কাজ করে যাচ্ছে।
ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণত সম্পাদক আবিদ হাসান বিপ্লব, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আওলাদ হোসেন হারুন, হরিরামপুর উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক দেওয়ান আব্দুর রউফ, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, হরিরামপুর উপজেলার ভাইস চেয়ারম্যান আজিম খান, হরিরামপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা চৌধুরী, হরিরামপুর থানার (তদন্ত) ওসি মোসারফ হোসেন, হরিরামপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব গাজী বনি ইসলাম রুপক, সিংঙ্গার উপজেলার আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল রহমান, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ উন্নয়ন সম্পাদক সাজ্জাদ হোসেন, মানিকগঞ্জ জেলার ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক লুৎফর, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান, সহসভাপতি আমিনুল ইসলাম আরোজ, সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ, দপ্তর সম্পাদক জুয়েল, ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা খাজা রহমত আলী, পরিষদের সদস্য প্রবীর কর্মকার, গালা ইউপি চেয়ারম্যান শফিক বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রী কলেজের প্রভাষক বাসুদেব সাহা।
Leave a Reply