আশিকুর রহমান, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকিরকে লক্ষ্য করে গুলি করেছে দূর্বত্তরা।
এসময় গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রানে বেঁচে যান তিনি। আর এ ঘটনায় স্থানীয়রা সন্দেহভাজন ৮ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে । বুধবার রাত সাড়ে নয়টার দিকে বল্লা বাজার এলাকায় এঘটনা ঘটে।
জানাযায় , চেয়ারম্যান পাকির আলী বল্লা বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বল্লা বাজারের দক্ষিণ পাশের আহম্মদ নেতার বাড়ির সামনে পৌঁছালে পিছন থেকে দু’টি মোটরসাইকেলে চার জন মুখোশধারী ব্যক্তি চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে তিন রাইন্ড গুলি ছুঁড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে প্রাণে বেঁচে যান তিনি। পরে স্থানীয়রা সন্দেহভাজন ৮ জনকে ৪ টি মোটরসাইকেলসহ আটক করে পুলিশে সোপর্দ করে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হাসান জানান,এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে আটক করা হয়েছে।