টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে সম্প্রতি দুটি স্থানে মন্দিরের প্রতিমা ভাঙার ঘটনায় আইন শৃঙ্খলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে আইনশৃঙ্খলা কমিটির এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার শামীম আরা নীপা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আনছার আলী বিকম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার দত্ত মানু, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন মসজিদের ইমামগণ।
মঙ্গলবার কালিহাতী পৌর এলাকার সিলিমপুর উত্তর সেনবাড়ি সার্বজনীন কালী মন্দির ও বুধবার বাংড়া নাথ বাড়ি মদন মোহন নাথের ঠাকুরদার কালী মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে।
সবখবর/ আওয়াল