আশিকুর রহমান, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও ইজিবাইক সংঘর্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি আটক করা হলেও ঘাতক চালক পালিয়ে যায়।
দুর্ঘটনায় নিহত উপজেলার মির্জাপুর পৌর সদরের পোষ্টকামুরী গ্রামের মৃত. রোস্তম মিয়ার ছেলে নজরুল মিয়া (৪০)।
আহতরা হলেন, আহম্মেদ আলী (৬৫), আমজাদ মিয়া (৬০), কালাম (২৪), দ্বিনেশ (৪৫), আকলিমা আক্তার (৩০), অষ্টমী (৫০)।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৫-২৫২৫) ও মির্জাপুর থেকে দেওহাটাগামী ইজিবাইক ঘটনাস্থলে পৌছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে ইজিবাইকে থাকা ৬ যাত্রী ও চালক আহত হয়। পরে আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ইজিবাইকের চালক মৃত্যুবরণ করেন। বর্তমানে আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়।
গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক সালাহ্ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সবখবর/ আওয়াল