মানিকগঞ্জ : চাকুরিতে যোগদান করা হলো না প্রান্তর। বৃহম্পতিবার রাতে মাটি বোঝাই ট্রাক তার মোটর সাইকেলকে ধাক্কায় দিলে ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরো দুই বন্ধু।
রাত সাড়ে ১০ টায় সময় সাটুরিয়া সৈয়দ কালুশাহ ডিগ্রি কলেজের পশ্চিম পাশে এ দুঘর্টনা ঘটে। তবে মৃত্যুর ১ মাস আগে নিহত হাবিবুর রহমান প্রান্ত ফেসবুকে লিখেছিলেন, আমি যদি ৬ মাস নিখোঁজ থাকি তাহলে বুঝবেন হেলমেটের কারণে। তার এ বাণীর ১ মাস পর ঘাতক ট্রাক কেড়ে নিল তার তরতাজা প্রাণ।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হাবিবুর রহমান তার দুই বন্ধু সাগর ও জাহাঙ্গীরকে নিয়ে রাজিবপুর ব্যাটমিন্টন খেলতে যান। সে মোটর সাইকেল চালিয়ে সাটুরিয়া সৈয়দ কালুশাহ ডিগ্রি কলেজের সামনে এলে তাকে ঘাতক ট্রাক সরাসরি ধাক্কা দেয়। মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যায়। তার দুই বন্ধু আহত হলে তাদের স্থানীয়রা দেখে উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করে। তবে ট্রাককে আটক করতে পারেনি। এঘটনায় থানায় কোন মামলা হয়নি বলে থানা সূত্রে জানা গেছে। নিহত প্রান্ত বালিয়াটি ঈশ^র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছোট ভাই।