মানিকগঞ্জ : প্রতিবছরের মতো চলতি বছরেও গুনীজনদের ডাকপত্র সন্মাননা ২০১৯ প্রদান করা হয়েছে।
গত ০১ লা নভেম্বর মধুখালী ঈদগাহ মাঠ, ফরিদপুরে পাঠক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এই সন্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়।
উক্ত অনুষ্ঠানে এ বছরের জন্য মনোনীত গুনীদের সন্মাননা ক্রেষ্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
কাব্যসাহিত্যে সার্বিক অবদানের স্বীকৃতি স্বরূপ কবি জয়প্রকাশ সরকারকে এই সন্মাননা পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত লেখক ও গবেষক মোস্তাক আহমাদ।
এছাড়াও ডাকপত্র পত্রিকার সম্পাদক ও লেখক সাহেদ বিপ্লব, পাঠক আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক কুমার অরবিন্দ, অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু।
উন্মুক্ত এ অনুষ্ঠানে ছিলো কবি, লেখক,সাহিত্যিক এবং এলাকাবাসীর স্বতস্ফূর্ত অংশগ্রহন।
কবি জয়প্রকাশ সরকার ১৯৮১ সালের ০৯ ই সেপ্টেম্বর মানিকগন্জ জেলার শিবালয় থানাধীন রামনগর গ্রামে জন্মগ্রহন করেন। পিতা জগদীশ চন্দ্র সরকার ও মাতা মিনতী রানী সরকারের জেষ্ঠ সন্তান তিনি।
তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছেঃ “আক্ষেপ শুধু তোমারই কারণে” (২০০২), অনুভবের প্রিয়তমা (২০১৮), ছন্দ মুকুল (২০১৯), বেলাশেষে মেঘের ভেলায় (২০১৯)প্রভৃতি।
ইতোপূর্বে তিনি মিজাফ জাতীয় তারকা অ্যাওয়ার্ড সহ একাধিক সন্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
সবখবর/ আওয়াল